পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
উপজেলার পানেয়া গ্রামে ওই ঘটনায় গত শনিবার রাতে পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার পাচগাছী ইউনিয়নের পানেয়া গ্রামে রুহুল আমিনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ একই গ্রামের স্বাধীন গংয়ের সাথে বিরোধ চলছে। বিরোধের জের ধরে রোববার বিকেলে পানেয়া কাচারী মোড়ে বাজার যাওয়ার সময় রুহুল আমিনকে বেধড়ক মারপিট করে।
এ সময় তার স্ত্রী সোনালী বেগম এগিয়ে এলে তাকেও মার পিট করা হয়। এক পর্যায়ে রুহুলের চাচাতো ভাই মাহফুজার রহমান নান্নু তাদেরকে উদ্ধাওে এগিয়ে এলে তাকেও ধারালো ছোরা দিয়ে মাথায় কোপানো হয়। স্থানীয় জনতা আহতদেরদেও উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আশংকাজনক নান্নুর মাথায় ৮টি সেলাই দেয়া হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
ওই ঘটনায় রুহুল আমিন মামলার জন্য বাদী হয়ে ১০ জনকে এজাহার নামীয় আসামী করে থানায় দিয়েছেন। রুহুল আমিন বলেন, আমরা স্বাভাবিক ভাবেই চলাফেরা করছিলাম। হঠাৎ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, শস্ত্র, লাঠি সোঠা নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। তাই মামলার জন্য এজাহার দিয়েছি। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি এম,এ ফারুক জানান উভয় পক্ষেই থানায় অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে মামলা হবে।
Leave a Reply