বজ্রকথা প্রতিনিধি।-জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ শিক্ষা বর্ষের ডিগ্রী (পাস)২য় বর্ষ পরীক্ষা পীরগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
২৩ জুন/২৫খ্রি: সোমবার রংপুরের পীরগঞ্জে ডিগ্রী (পাস)২য় বর্ষ পরীক্ষা সরকারি শাহ আব্দুর রউফ কলেজ কেন্দ্রে শুরু হয়েছে।
এই কেন্দ্রে পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ৪৩ জন,খালাশপীর সরকারী কলেজের ১০৫জন এবং চতরা ডিগ্রী কলেজের ৭৮জন, সর্বমোট ২২৬জন পরীক্ষার্থী ডিগ্রী (পাস)২য় বর্ষ পরীক্ষায় অংশ নিচ্ছে বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম জানিয়েছেন।
এদিন বাংলা বিষয়ে ২০৬ পরীক্ষার্থীর মধ্যে ১৯৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। অনুপস্থিত ছিল ১০জন।
সরকারী শাহ আব্দুর রউফ কলেজ কেন্দ্রের তদারকি কর্মকর্তা সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জয়নুল হক বজ্রকথাকে জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রের সার্বিক পরিবেশ খুবই সুন্দর।
Leave a Reply