শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
  জাফরপাড়া  কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচিত হলেন শাহজাহান পীরগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা   পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানএঁর দাফন সম্পন্ন  গাইবান্ধায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মুখ থুবড়ে পড়েছে পীরগঞ্জ পৌরসভার ২০ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প বিনামূল্যে ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ঘোড়াঘাটে সুস্থ মানুষকে প্রতিবন্ধী সাজিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ঘোড়াঘাটে অনলাইনে প্রতারিত শিক্ষার্থীদের টাকা উদ্ধার পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ব্যবস্থা নেয়া দরকার পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১১

পীরগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে দিবসটি পালিত হয়েছে। জাতীয় রাজনীতির অন্যতম পুরোধা এই দলটির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে  ৩ সেপ্টেম্বর/২৫খ্রি: মঙ্গলবার দুপুর থেকে  পীরগঞ্জ পৌরসভা এলাকাজুড়ে দেখা যায় উৎসবমুখর দৃশ্য।
দিবসটি পালনের জন্য বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। কেন্দ্রীয় ঘোষিত সময় অনুযায়ী, বুধবার বেলা ২টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও, তার অনেক আগেই উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীরা বাদ্যযন্ত্রসহ বর্ণাঢ্য মিছিল নিয়ে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে শুরু করেন।
প্রচণ্ড গরম উপেক্ষা করে মানুষের ঢল নামে শহরে। মিছিলের আওয়াজে মুখরিত হয়ে ওঠে পৌরসভা এলাকার প্রধান সড়কগুলো। একপর্যায়ে পুরো পীরগঞ্জ শহর যেন পরিণত হয় মিছিলের নগরীতে—রাস্তায় দাঁড়ানোর জায়গা থাকেনি। নেতাকর্মীদের হাতে ছিল দলীয় পতাকা, পোস্টার, ফেস্টুন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার।
আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মামুন নবী চৌধুরী পলাশ। প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মণ্ডল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র রক্ষা, স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যে দল গঠন করেছিলেন, সেই বিএনপি আজও মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক।”
তাঁরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবৈধ কারাবাস ও চিকিৎসা বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ চলবে, এবং তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
বক্তারা আগামী জাতীয় নির্বাচনে “ধানের শীষ” প্রতীককে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। তৃণমূল পর্যায়ে বিএনপির আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com