বজ্রকথা প্রতিবেদক।– বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), একটি বেসরকারি সংস্থা। সংস্থাটি সম্প্রতি পীরগঞ্জ সদরে কার্যক্রম শুরু করেছে।
২৫ মে ২০২৫খ্রি: তারিখ থেকে পীরগঞ্জ উপজেলার প্রজাপাড়া গ্রামে এই সংস্থার অফিস উদ্বোধন করা হয়েছে।
বিজ পীরগঞ্জ শাখার ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা বজ্রকথাকে জানিয়েছেন, ১৯৭৫ সাল থেকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। সারা দেশে বিজ কাজ করছে।
তিনি জানিয়েছেন, পীরগঞ্জ উপজেলা সদরে একজন ম্যানেজান, একজন হিসাব রক্ষক এবং তিনজন মাঠকর্মী নিয়ে কাজ চলছে। বর্তমানে সদস্য সংগ্রহ করা হচ্ছে। সংগঠনটি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম চালাতে প্রস্তুতি নিচ্ছে।
Leave a Reply