পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ব্রয়লার খামার নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী ও তার স্বামী গুরুতর আহত হয়েছেন।
আহত স্বামী বর্তমানে মাথায় গুরুতর আঘাত নিয়ে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এজাহার সূত্রে জানা যায়, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের পারভীন বেগম (৩০) অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তার দেবর পুতুল মিয়া (৩২) ও সবুজ মিয়ার (৪৫) সঙ্গে ব্রয়লার খামার স্থাপনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ১৪ আগস্ট দুপুর ৩টার দিকে খামারের বর্জ্য নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তার বসতবাড়িতে ঢুকে তাকে মারধর ও শ্লীলতাহানি করে।
চিৎকার শুনে স্বামী মনিরুল ইসলাম ছুটে আসলে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এসময় পুতুল মিয়া হাতে থাকা ধারালো শাবল দিয়ে মনিরুল ইসলামের মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে অভিযুক্তরা দম্পতিকে বেধড়ক মারধর করে এবং ঘরের আলমারি থেকে জোরপূর্বক ৮৫ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দম্পতিকে স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে রঞ্জু মিয়া ও মনিরা খাতুনসহ কয়েকজনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেছেন, এজাহারের কপি হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ঘটনায় শক্রবার পীরগঞ্জ থানার এসআই আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply