পীরগঞ্জ(রংপুর) বজ্রকথা প্রতিনিধি।-রংপুরে পীরগঞ্জে ভেজাল গুড়ের কারখানা খুঁজে পেয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
পীরগঞ্জ উপজেলার ৫নং মদনখালী ইউনিয়নের খালশপীর ও ১৪ নং চতরা ইউনিয়নের যাদবপুর গ্রামে গড়ে উঠেছে এই ভেজাল গুড়ের কারখানা।
আমরা সবাই জানি, আখের রস ছাড়া গুড় হবার কথা নয় কিন্তু ভেজাল গুড়ের কারবারীরা, গো-খাদ্য হিসেবে পরিচিত চিটাগুড়ের সাথে ভেজাল উপকরণ মিশিয়ে ভেজাল গুড় তৈরী করছে। সেই গুড় দিয়ে তৈরী করা হচ্ছে গুড়ের জিলাপি, মিষ্টি, সাধারন মানুষও কিনে খাচ্ছে ওই গুড় !
জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর হাট সংলগ্ন ঠাকুদাস লক্ষিপুর গ্রামের তেলি পাড়ার মৃত নুরু মিয়ার ছেলে হাফিজার রহমান এবং পীরগঞ্জ উপজেলার যাদবপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোনাজ্জল হোসেনও একই পন্থায় আখের রস ছাড়াই দীর্ঘদিন ধরে গুড় তৈরি করে আসছে।
সরেজমিন গিয়ে এই প্রতিনিধি জেনেছেন, কারখানায় আখের রসের পরিবর্তে গো-খাদ্য চিটা গুড়,ময়দা, হালকা চিনি, হাইড্রোজ,খাওয়া সোডা,মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন উপকরণ মিশিয়ে কড়াইয়ে জ্বাল করে তৈরী করা হয় ভেজালগুড়। এলাকাবাসী জানিয়েছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিনব্যাপী বাড়ির প্রধাণ ফটক বন্ধ করে লোকচক্ষুর আড়ালে গুড় তৈরী করা হয়।
এবিষয়ে কারখানার মালিকরা কোন কথা বলতে রাজি নন বরং প্রতিবেদক দেখে পালিয়ে থাকার চেষ্টা করেন। এ ব্যাপারে উপজেলা স্যানেটারি পরিদর্শক গোলাম মোস্তফা জানান, খোঁজ নিয়ে ভেজাল গুড় তৈরির সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবেন এমনটাই আশা করেন পর্যবেক্ষক মহল।
Leave a Reply