পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে , গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদ ভিত্তিতে পীরগঞ্জ থানার এস আই সিদ্দিক, সঙ্গীও অফিসার এবং ফোর্স সহ পীরগঞ্জ উপজেলার ১৪ নম্বর চতরা ইউনিয়নের চতরাহাট এলাকার খোকার বাজার নামক স্থানে অভিযান চালিয়ে, ৬০ পুরিয়া গাঁজা সহ গাঁজা ব্যবসায়ী দিলজার হোসেন এবং গাঁজা ক্রেতা ওবায়দুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয় । পরে এদিন রাতেই- মাদক ব্যবসায়ী এবং মাদক খোরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে, ভ্রাম্যমান আদালত, মাদক ব্যবসায়ী দিলজার হোসেনকে ৬ মাসের কারাদণ্ড,২০ হাজার টাকা জরিমান – এবং জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড প্রদান করে, এছাড়া, গাঁজা খোর ওবায়দুর রহমানকে ১৫ দিনের কারাদন্ড, ১ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ড প্রদান করে ।
সাঁজাপ্রাপ্ত গাঁজা ব্যবসায়ী দিলজার হোসেন (৫৫) ঐ চতরা এলাকার চন্ডীদুয়ার গ্রামের রইচ উদ্দিনের পুত্র এবং গাঁজাখোর ওবায়দুর রহমান (৪২) সোনাতলা গ্রামের মজিবর রহমানের পুত্র বলে জানা গেছে |
Leave a Reply