পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি।-রংপুরের পীরগঞ্জে কুমেদপুর ইউনিয়নের লালদিঘী রাস্তার মাথা থেকে যৌথ বাহিনীর অভিযানে আব্দুল মান্নান (৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পীরগঞ্জ সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে চিহ্নিত হলেও তাকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি অভিযান ব্যর্থ হয়।
বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়ার পর পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের আবেদন জানান।
পরবর্তীতে পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) পীরগঞ্জ আর্মি ক্যাম্প কর্তৃক পরিচালিত অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও ইয়াবা তৈরির সরঞ্জামসহ আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দিবাগত রাত ১০টা থেকে আড়াই ঘণ্টা স্থায়ী এই অভিযানে সেনাবাহিনীর ১৬ সদস্যের একটি টহল দল এবং পুলিশের ৬ সদস্য অংশগ্রহণ করেন। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আব্দুল মান্নানকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply