বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

পীরগঞ্জে হিরোইন সহ  এক মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে হিরোইন ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ আটক করেছে।
বুধবার রাতে উপজেলার খালাশপীর – নবাবগঞ্জ রাস্তায় থানার নবাগত ওসি শফিকুল ইসলাম ওই অভিযানের নেতৃত্ব দেন।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম টহল পুলিশ নিয়ে খালাশপীর – নবাবগঞ্জ রাস্তার কাচঁদহ ব্রিজের সন্নিকটে ওৎ পেতে থাকেন। এ সময় দিনাজপুরের নবাবগঞ্জ থেকে পীরগঞ্জের দিকে আসা এক হিরোইন ব্যবসায়ী মালেক মিয়া (৩০)কে মোটরসাইকেলসহ আটক করেন। এ সময় ওই ব্যবসায়ীর কাছে ৪০ হাজার টাকা মুল্যের ৮ গ্রাম ওজনের হিরোইন পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জুনিদেরপাড়া গ্রামের তসলিম উদ্দিন এর ছেলে। এ ব্যাপারে ওসি শফিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আর পীরগঞ্জকে মাদকমুক্ত করতে এসপি স্যারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com