রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

পীরগঞ্জে ৩ এনসিপি সদস্যের পদত্যাগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৭৮ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।-পীরগঞ্জে সদ্য ঘোষিত বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি’র পীরগঞ্জ উপজেলা সমন্বয়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন ৩ সদস্য।

বুধবার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষনা দেন তৌফিক হোসেন, মোক্তাদি কেমি ও জাহাঙ্গীর আলম জাকির।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তৌফিক হাসান। তিনি লিখিত বক্তব্যে বলেন, গভীর ভাবনা ও পর্যবেক্ষণের পর আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এই কমিটির গঠন প্রক্রিয়া আমাদের ব্যক্তিগত মূল্যবোধ, নৈতিকতা এবং ন্যায়বোধের সঙ্গে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। তাই আমরা গঠিত সমন্বয় কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তিনি পদত্যাগের কারণসমূহ উল্লেখ করে বলেন, কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে যাদের অতীত কর্মকান্ড বিতর্কিত। দলের জন্য কাজ করা, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করে উপেক্ষা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি জুলাই-আগস্ট আন্দোলনে অংশ গ্রহন কারীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নয়, একক সিদ্ধান্তে কমিটি গঠন করা হয়েছে। যেসব ব্যক্তি দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষা করেননি তাদেরকেই সমন্বয়ক পদ প্রদান করা হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া নারী সংগঠকদের কোনো স্থান দেওয়া হয়নি। কমিটি গঠনের পুরো প্রক্রিয়াটি ছিল পক্ষপাত মূলক ফলে আমাদের বিশ্বাসের জায়গা নষ্ট হয়েছে। তাই আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি থেকে পদত্যাগ ঘোষণা করছি।
উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখে বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি প্রদান করা হয়। এতে এ এস মজনুকে আহবায়ক রাকিব মিয়া, রাকিবুল ইসলাম রিজু ও মোদাব্বেরুল ইসলামকে যগ্ম-আহবায়কসহ ২১ জনকে সদস্য করা হয়। কমিটি প্রকাশের ২০ দিনের মাথায় ৩ জন সদস্য পদত্যাগ করলেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জিসান, বিশাল, লেলিন, মেহেদি, শাওন, শুভ, মাহিদ, ও আপন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com