বজ্রকথা প্রতিবেদক।– রংপুরের পীরগঞ্জ উপজেলার ভীমশহর উচ্চ বিদ্যালয় এনটিআরসিএ থেকে ৬ষ্ঠ গণ বিজ্ঞপ্তি উত্তীর্ণ ১৮ ব্যসের ২জন শিক্ষক পেতে যাচ্ছে।
এই দুই শিক্ষক হলেন, জীব বিজ্ঞান বিভাগে শিক্ষক মোছাঃ সুমাইয়া আকতার, গ্রাম জোব দিলাল, পীরগঞ্জ-রংপুর এবং গণীতে মোছা: তাসমিন নাহার, হারাগাছ, নতুন বাজার, সারাই কাউনিয়া।
২৭ আগস্ট/২৫খ্রি: বুধবার তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আসাদুল্লাহেল গালেব। আগামী ৭দিনের মধ্যে উক্ত শিক্ষকদের যোগদান করতে হবে বলে জানা গেছে।
Leave a Reply