বজ্রকথা প্রতিনিধি।- আগামী ১৪ মে/২৫ খ্রি: বুধবার থেকে ১৫ মে/২৫ খ্রি: বৃহস্পতিবার দুইদিন পীরগঞ্জ পৌরসভার ১ থেকে ৫ নং ওয়ার্ডের সকল টিসিবি স্মার্ট কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হবে।
জানাগেছে এবারের প্যাকেজে রয়েছে,তেল, ডাল ও চিনি। প্রতি টিসিবি প্যাকেজ মূল্য: ৩৯০/- তিনশত নব্বই টাকা মাত্র।
পীরগঞ্জ- খালাশপীর রোডে আখিরা ব্রিজ এর পশ্চিম পার্শ্বে পাকুরতলায় ডিলারের ঘর থেকে এই পণ্য সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। নির্ধারিত ২ দিনের মধ্যে টিসিবি পণ্য সংগ্রহ করার অনুরোধ জানিয়েছেন ডিলার।
Leave a Reply