বজ্রকথা প্রতিবেদক।– রংপুরের পীরগঞ্জ পৌরসভায় ময়লা আর্বজনা অপসারণে পরিচ্ছন্নতাকর্মীরা দায়িত্বহীন আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে।
৫ আগষ্টের পর মেয়রের শুন্যপদে নতুন প্রশাসক দায়িত্ব নেয়ায় পৌরসভার রাস্তা পরিস্কার করা, ড্রেন পরিস্কারসহ ডাস্টবিনের ময়লা অপসারণে ব্যাপক তৎপরতা দেখা গেলেও, এখন আবার নেতিয়ে পড়েছে পরিচ্ছন্নতা কর্মীরা!
এদিকে অভিযোগ পাওয়া গেছে, গত এক মাস হয় পশুহাসপাতাল গেট সংলগ্ন ডাস্টবিন থেকে ময়লা অপসারণ করা হচ্ছে না। ডাস্টবিনটিতে ময়লা জমতে জমতে উপছে পড়ছে, অথচ এদিকে কেউ নজর দেয়নি গত একমাসে।
স্থানীয় দোকানদারগণ বলেছেন, চরম গরম আর বাতাসে দুর্গন্ধে নাগে রুমাল দিয়ে চলতে হচ্ছে পথচারীদের,ব্যবসায়ীরাও রয়েছেন বিপদে । তারা এদিকে দৃষ্টি দেয়ার অনুরোধ জানিয়েছেন!
Leave a Reply