রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

পীরগাছা রিপোর্টার্স ক্লাবের” স্থায়ী কার্যালয়ের উদ্বোধন 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক ।- রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন বলেছেন, মাদকমুক্ত ও অপরাধমুক্ত পীরগাছা উপজেলা গড়তে চাই। তিনি আরো বলেছেন, পজিটিভ সংবাদ পরিবেশন করবে রিপোর্টার্স ক্লাব। রাষ্ট্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকরা সমাজের দর্পণ।  সাংবাদিকরা জাতির বিবেক। সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে।
তিনি আরও বলেন,গণমাধ্যম কর্মীদের সম্মানজনক বেতনের আওতায় অন্তর্ভুক্ত করা দরকার বলে আমি মনে করি। গণমাধ্যম কর্মীদের সম্মানজনক বেতন অবকাঠাম করতে পারলে অনেকটা পরিবর্তন আসবে। তবে অপসংবাদিকতা দূর করে যাচাই-বাছাই করে প্রকৃত সাংবাদিকদের মূল্যায়ন করা দরকার।
  সোমবার সন্ধ্য়যা রংপুরের পীরগাছায় প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন “পীরগাছা রিপোর্টার্স ক্লাবের”এর স্থায়ী কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন  কালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন এসব কথা বলেন।
এ সময় পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি, গ্লোবাল টেলিভিশন ও প্রতিদিনের সংবাদ রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেলের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক রাজীব মুন্সীর সঞ্চালনায় মেডিকেল মোড়,উপজেলা পরিষদ রোড এর বিপরীতে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা,পীরগাছা উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার মুকিত বিন লিয়াকত, বিএনপি’র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ, পীরগাছা থানার পুলিশ পরিদর্শক তদন্ত তাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনে সমন্বয়ক তানভীর সোহেল, ও প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী, সাধারণ সম্পাদক সৈয়দ আলী,উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন পাটোয়ারী, গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাপার্সন শাহিন আলম সাবু,সাংগঠনিক সম্পাদক আবু সাইম, প্রচার সম্পাদক নজরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আহসান হাবীব,কোষাধক্ষ আবু সাঈদ,কার্যকরী সদস্য জমির উদ্দিন, ইমতিয়াজ সেতু, সাধারণ সদস্য আতিকুর রহমান, মোকসেদুল হক, রুবেল মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com