শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে কুকুরের কামড়ে আঙ্গুল হারালো ব্যাংকের আর্মড গার্ড, আহত ৬ পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার রংপুরে  ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা  পলাশবাড়ীতে তিনটি চোরাই গরু উদ্ধার গ্রেফতার- ২ ফুলবাড়ীতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির স্মরণসভা দিনাজপুর   উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের   মে দিবস পালন জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে মহান মে দিবস পালিত বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের মহান মে দিবস উদযাপন দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তেসখার নামাজ অনুষ্ঠিত পার্বতীপুরে মে দিবস পালিত

প্রেসবিজ্ঞপ্তি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৪ বার পঠিত
অবৈধ রেল ক্রসিং, রেলওয়েপুলিশসহ সর্বস্তরে দায়িত্বে অবহেলায়
রেলপথে ৩ মাস ৫ দিনে ১৫৮ দুর্ঘটনায় ঝরেছে ৮৫ প্রাণ
রেলক্রসিংয়ে গেট কিপার না থাকায় ফেনীর ফাজিলপুর রেলক্রসিংয়ে বালুভর্তি ট্রাকে ট্রেনের ধাক্কার ঘটনায় ৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে গত ৩ মাস ৫ দিনে ছোট-বড় ১৫৮টি  দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪৪ জন এবং নিহত ৮৫জন। এর মধ্যে অধিকাংশ দুর্ঘটনাই ঘটেছে গেট কিপারদের দায়িত্বে অবহেলার কারণে বলে জানিয়েছেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তাফারজানা। সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায় ও জিয়াউর রহমান জিয়ার তত্ত্বাবধায়নে ২৪ টি জাতীয় দৈনিক, ১৮ টি ইলেকট্রনিক্স গণ মাধ্যম, ২২ টি নিউজ পোর্টাল এবং সারাদেশে সেভ দ্য রোড-এর বিভিন্ন শাখার স্বেচ্ছাসেবিদের তথ্যর ভিত্তিতে তৈরি করা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়- চলতি বছরের জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত রেলক্রসিংয়ে গেট কি পারনা থাকা, দায়িত্বে অবহেলা এবং আইনের প্রতিশ্রদ্ধাশিল না হওয়ায় ১২২ টি রেলক্রসিং দুর্ঘটনায় আহত হয়েছেন ১১৭ জন, নিহত হয়েছেন ৬১ জন; ছাদ থেকে/ট্রেনে কাটা পরে বা ধাক্কার ৩৬ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ২৭ জন এবং নিহত হয়েছেন ২৪ জন। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়- সারা দেশে তিন হাজার কিলোমিটার রেলপথে থাকা তিন হাজার ৩৯৮টি  ক্রসিংয়ের মধ্যে দুর্নীতি-দায়িত্বে অবহেলার দুযোগে অবৈধ ১ হাজার ৩৬১টিতেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, নির্মিতহচ্ছেমৃত্যু ফাঁদ। রেলক্রসিংয়েরমধ্যে প্রায় ৪৮ শতাংশঅবৈধআরতাঁর সাথে উদ্বেগেরবিষয় হচ্ছে-৩৩টি ক্রসিং কে বাকারাব্যবহারকরছে, তা কেউ জানেনা। এছাড়া বৈধ লেভেল ক্রসিংগুলোরমধ্যে ৬৩২টিতে গেটকিপার নেই। অবৈধ লেভেল ক্রসিংগুলোয় যেমন গেটকিপার নেই, নেই কোনোসুরক্ষাসরঞ্জামও।আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করারলক্ষে ২০০৭ সাল থেকে সচেতনতা- গবেষণা ও স্বেচ্ছাসেবাকরেআসাসংগঠন সেভ দ্য রোড-এর রেলক্রসিংবিষয়ক এই প্রতিবেদনে ১ জানুয়ারি থেকে ৫ এপ্রিলপর্যন্ত এই দুর্ঘটনাগুলোরসুষ্ঠুতদন্তএবংপ্রতিকারেব্যবস্থা নেয়ারজন্য রেলমন্ত্রী, রেলওয়েরমহাপরিচালকসহসংশ্লিষ্টদের প্রতিআহবানজানানোহয়।
মাসেরনাম রেলক্রসিং দুর্ঘটনা/আহত/নিহত ছাদ/কাটাপরে/ধাক্কায়/লাইনচ্যুত দুর্ঘটনা/আহত/নিহত
জানুয়ারি ৩৫/২৯/১৮ ৮/৩/৬
ফেব্রুয়ারী ৩৮/৩২/১৫ ৬/৮/৬
মার্চ ৪২/৩৪/২০ ১২/৬/৭
৫ এপ্রিল- ৭/২২/৮ ১০/১০/১
মোট ১২২/১১৭/৬১
৩৬/২৭/২৪
ঘটনার সুষ্ঠু তদন্ত, ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির পাশাপাশি নিহতদের পরিবারকে কমপক্ষে ১০ লক্ষ এবং আহতদের সরকারি অর্থায়নে চিকিৎসার দাবি জানানোরপাশাপাশি সেভ দ্য রোড ৭ টি প্রস্তাব দিয়েছে ১.অবৈধ ক্রসিংগুলোর সমস্যা অনতি বিলম্বে সমাধান করা ২. দুর্নীতিবাজ রেলকর্মকর্তা কর্মচারিদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া  ৩. সরকারি লেজুড় ভিত্তিক সংগঠন‘বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের নামে নেতাকর্মীদের দৌরাত্ম বন্ধ করে রেলকে গণমূখি বাহন হিসেবে প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করা ৪. যত দ্রুত সম্ভব বাংলাদেশ রেলওয়েকে বেসরকারি খাত থেকে মুক্ত করে রাষ্ট্রিয় তত্বাবধায়নে পরিচালনার সুপরিকল্পিত উদ্যেগ গ্রহণ করা ৫. সচিব-কর্মকর্তা-কর্মচারিদের সকল রকম আরাম-আয়েশী সুযোগ-সুবিধা বাতিল করে সারাদেশে রেলওয়ের উন্নয়নে নিবেদিত রাখা ৬. সেবার মান উন্নয়নে রেলওয়ে পুলিশ-সকল কর্মকর্তা-কর্মচারিদের উপর নজরদারি বাড়ানো এবং সারা দেশের সকল স্থানে কার্যকর সি সি টিভি ক্যামেরা স্থাপন করা ৭. প্রতি ৩ কিলোমিটারে পর্যবেক্ষণ করার জন্য রেলওয়ে পুলিশ-এর বিশেষ বুথ স্থাপন করা।
(শান্তাফারজানা)
মহাসচিব, সেভ দ্য রোড
০১৭১২৭৪০০১৫, ০১৭৯১৪০৭০৪৭

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com