ফলোআপঃডিজিটাল গ্রুপ সমাচার
৬ মাস যাবত বেতন পাচ্ছে না কর্মীরা
বজ্রকথা প্রতিবেদক।– পীরগঞ্জ (রংপুর) এর হায় হায় কোম্পানী ডিজিটাল গ্রুপ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। কারণ অফিসে ঝুলছে তালা, ৬ মাস যাবত বেতন পাচ্ছে না কর্মীরা, পরিবার নিয়ে ঢাকায় চলে গেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোঃ সেলিম আহমেদ জাপানী।
এদিকে কর্মীদের একটি অংশ গত ২৯ আগষ্ট/২৫ খ্রি: শুক্রবার বিকেলে বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক এর সাথে দেখা করে তাদের দুরাবস্থার কথা জানিয়েছেন। তারা জানিয়েছেন, ৬ মাস যাবত বেতন ভাতা না দিয়ে পরিবার নিয়ে ঢাকায় চলে গেছেন তাদের মালিক সেলিম আহমেদ। তারা আরো জানিয়েছেন, বেতন না পাওয়ায় তারা বড় কষ্টে আছেন। তারা দ্রুত তাদের পাওয়া পরিশোধের দাবী জানিয়েছেন। কর্মীদের সুত্রে জানা গেছে, বিদেশে লোক পাঠানোর কথা বলে সেলিম আহমেদ অনেকের নিকট থেকে মাল পানি নিয়েছেন। এখন পর্যন্ত কাউকেই বিদেশে পাঠাতে পারেননি তিনি।( চলবে )
Leave a Reply