সুলতান আহমেদ সোনা।– পীরগঞ্জে বন্ধ হওয়া ডিজিটাল গ্রুপ পুনরায় চালু না করে মালামাল বিক্রির চেষ্টা চালাচ্ছেন সেলিম আহমেদ জাপানি।
গত ৩ আগষ্ট/২৫ খ্রি: রবিবার“ ডিজিটাল গ্রুপের ভবিষ্যৎ অন্ধকার” শিরোনামে একটি সংবাদ বজ্রকথায় প্রকাশিত হবার পর, ডিজিটাল গ্রুপের প্রতিষ্ঠাতা সেলিম আহমেদ জাপানি সেদিন রাত সাড়ে ১০টার দিকে ০১৭৫৬১৪১১১৭ নম্বর ফোন থেকে তার প্রতিষ্ঠান পুনরায় চালু করার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু সুত্র বলছে তিনি কালক্ষেপণ করছেন; মালামাল বিক্রি হলেই সাইনবোর্ড নামিয়ে ফেলবেন তিনি।
ডিজিটাল গ্রুপের প্রতিষ্ঠাতা সেলিম আহমেদ সেদিন বজ্রকথাকে আরো জানিয়েছিলেন, তার প্রতিষ্ঠানের ম্যানেজার ,রিত্তিক কেওয়া অসুস্থ থাকায় সাময়িক ভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়েছে। তিনি সুস্থ হলেই প্রতিষ্ঠানের কার্যক্রম আবার চালু করা হবে।
এদিকে সেলিম আহমেদ এর সাথে কথা হওয়ার ২৬দিন অতিবাহিত হলেও তিনি অফিস খোলার কোন উদ্যোগ নেননি। উল্টো অফিসের মালামাল বিক্রির চেষ্টা করছেন বলে সুত্র জানিয়েছে। (চলবে)
Leave a Reply