ফলোআপঃ ডিজিটাল গ্রুপ সমাচার
কে এই সেলিম আহমেদ ?
বজ্রকথা প্রতিবেদক।–অনেকেই জান্তে চাচ্ছেন,পীরগঞ্জ (রংপুর) এর হায় হায় “কোম্পানী ডিজিটাল গ্রুপ” এর মালিক, কে এই সেলিম? তার বাড়ি কোথায় ? তার পরিচয় কি?
এই ব্যক্তির কর্মকান্ড নিয়ে সাম্প্রতিক সময়ে লেখালেখি শুরু হওয়ার পর থেকে সেলিম আহমেদ সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যাপারে বজ্রকথা অনুসন্ধান শুরু করেছে। কারণ ডিজিটাল গ্রুপে যারা কাজ করতো , বা যারা প্রতারিত হয়েছে তারা প্রায় সবাই পীরগঞ্জের সন্তান। তাদের স্বার্থ রক্ষা যেমন বজ্রকথা করতে চায়, সেই সাথে ভুয়া প্রতিষ্ঠান করে যারা প্রতারণার সাথে জড়িত তাদের মুখোশও খুলে দেয়ার চেষ্টা করছে বজ্রকথা।
ইতো মধ্যে আমরা জেনেছি,ডিজিটালগ্রুপে কাজ করতো ৫০জন। কর্মীরা ৬ মাস নয়, টানা ৮ মাস ধরে বেতন–ভাতা পাচ্ছে না।
জানা গেছে সেলিম আহমেদ নামের এই ব্যক্তি জন্মসুত্রে পীরগঞ্জ উপজেলার লোক নন। তার শ্বশুরবাড়ি পীরগঞ্জ উপজেলার ৬নং টুকুরিয়া ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে।এক সময় তিনি জাপানে কর্মরত ছিলেন বলে জানা যায়। সেলিম আহমেদ লালমনির হাট জেলার বাসিন্দা বলে পরিচয় দিতেন।
সেলিম আহমেদ ২০২০ সালের দিকে করোনাকালীন সময়ে, রংপুরের পীরগঞ্জ পৌর এলাকার প্রজাপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। এর পর বাংলাদেশ আওয়াওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলার কিছু প্রভাবশালী নেতা ও ব্যক্তির সাথে সখ্যতা গড়ে আওয়ামী নেতা অধ্যাপক সাইফুল নেওয়াজ সাকিল মিয়ার বাসা ভাড়া নিয়ে “ডিজিটাল গ্রুপ” নামে অফিস খুলে বসেন। সেই সময় “ডিজিটাল গ্রুপ” এর মালিক সেলিম আহমেদ ৩৭ হাজার কোটি টাকা বিনিয়োগের গল্প চাউড় করে অর্ধশত কর্মীকে যুক্ত করেন।
অফিস খোলা থেকে এ পর্যন্ত ৭টি অঙ্গ প্রতিষ্ঠান খুলে বসেন সেলিম আহমেদ। প্রতিষ্ঠান এগুলো হচ্ছে ১।মেসার্স অনলাইন আউটসোর্সিং এন্ড বিজনেস কর্পোরেশন ২। মেসার্স ডিজিটাল খাদ্য প্যাকেজিং কর্পোরেশন ৩।মেসার্স বিদেশি বিনিয়োগ এবং ব্যবসা উন্নয়ন কর্পোরেশন ৪।মেসার্স ডিজিটাল ইমপোর্ট বিজনেস কর্পোরেশন ৫।মেসার্স এক্সপোর্ট কর্পোরেশন ৬।মেসার্স গ্রীণ ভিশন ট্রাভেল ভিসা কনসালটেন্ট ৭। মেসার্স গ্রীণ ভিশন ওভারসীজ রিক্রুটমেন্ট সেন্টার।(চলবে)
Leave a Reply