রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- বগুড়ায় আগামী ২৩ মে/২৫ খ্রি: কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে রংপুর মহানগর ও জেলা যুবদলের আয়োজনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা বারোটায় মহানগরীর শিমুল বাগ কমিউনিটি সেন্টারে রংপুর মহানগরীসহ রংপুর জেলার আটটি জেলা এবং তিনটি পৌরসভার যুবদলের নেতৃবৃন্দের সাথে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায়¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর-রাজশাহী বিভাগের সমন্বয়ক কামরুজ্জামান জুয়েল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। রংপুর মহানগর যুব দলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন,সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন প্রমুখ। এসময় রংপুর মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলা/থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply