উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- শিক্ষা ক্ষেত্রে সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করনীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতে বগুড়ার শেরপুরের কাশিয়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. মিনা পারভিন। সহকারী শিক্ষক তালুককদার উম্মে কাউসারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওবায়দুর রহমান, মোমিনুল ইসলাম, উম্মে মালিহা মমতাজ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন, কাশিয়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুল ইসলাম, চন্ডিজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply