রংপুর থেকে সোহেল।-“বিনোদনের জন্য নাটক,সমতার প্রয়োজনে নাটক” এই শ্লোগানকে সামনে রেখে রংপুর পদাতিক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ নাট্যোৎসব আজ থেকে থেকে শুরু হতে যাচ্ছে।
আজ শুক্রবার ২৪ জানুয়ারী- থেকে ০২ ফেব্রুয়ারী পর্যন্ত ৮ দিনব্যাপী নাট্যোৎসব উপলক্ষে এই নাট্যোৎসব শুরু হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, দেশবরেণ্য চলচ্চিত্রকার দীপংকর দীপন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর পদাতিকের সভাপতি বিজয় প্রসাদ তপু, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন সুমন,উপদেষ্টা এডঃ পলাশ কান্তি নাগ, সদস্য এডঃ রিয়াজুল আবেদীন লিটন। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়- এই আয়োজনে ঢাকাসহ দেশের সেরা ৮ টি নাট্যদলের সেরা ৮ টি নাটক মঞ্চস্থ হবে। এসব নাটকে যেমন বাংলাদেশের সংস্কৃতির শেকড়ের সন্ধানের গল্প আছে, তেমনি আছে বাঙালির সংগ্রামের গল্প। প্রতিদিন সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে দর্শনীয় বিনিময়ে এসব নাটক মঞ্চস্থ হবে।
Leave a Reply