বিরামপুর দিনাজপুর প্রতিনিধি।- গরু চুরি করে এনে নিজ বাড়িতে নিয়ে রাতেই জবাই করে চামড়া ছিলে মাংস ফ্রিজে রেখেছে চোর, ২ জন চোর আটক।
ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার জোয়াল কামড়া মহল্লার আজাহার আলীর ছেলে মেহেদুল ইসলাম ও রাজু আহমেদ এর বাড়িতে।
৮ জুলাই/২৫খ্রি: মঙ্গলবার বিরামপুর থানা সূত্রে জানা যায়, গভীর রাতে পৌরসভার বেগমপুর মহল্লার দারাজ উদ্দিন ছেলে ইদ্রিস আলীর বাড়ি থেকে পেটে বাচ্চা ওয়ালা অসুস্থ গরু, গভীর রাতে চুরি করেছে পার্শ্ববর্তী জোয়াল কামড়া মহল্লার আজাহার আলী ছেলে কসাই মেহেদুল ইসলাম (৪২) ও তার ছোট ভাই রাজু আহমেদ (৩৫) এনে মেহেদুল এর নিজ বাড়িতে রাতেই জবাই করে চামড়া ছিলে সম্পুর্ন মাংস আলাদা আলাদা করে ফ্রিজে মধ্যে রেখে দিয়েছে । খবর পেয়ে দুপুর ১২ টায় বিরামপুর থানার এসআই এরশাদ আলী ঘটনাস্থলে গিয়ে তাদের দুই জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। বিকেল ৪ টায় মেহেদুল এর দেয়া তথ্য মতে তার নিজ বাড়িতে ফ্রিজে রাখা গরুর মাংস গুলো বের করে গরুর মালিক ইদ্রিস আলীর ছেলে জিয়ারুল ইসলাম কে বুঝিয়ে দিয়েছে।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল গিয়ে ফ্রিজ থেকে মাংস জব্দ করে গরুর মালিক কে বুঝিয়ে দিয়েছি এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা আদালতে পাঠানো হবে।
Leave a Reply