বিরামপুর (দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরের বিরামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার আয়োজনে বাছাইকৃত কর্মী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট/২৫খি: বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় বিরামপুর কমিউনিটি সেন্টারে থানা রোডে, উপজেলা আমীর হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সহকারী পরিচালক অঞ্চল রংপুর, দিনাজপুর অঞ্চল অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য দিনাজপুর জেলা সাবেক আমির আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও বর্তমান দিনাজপুর জেলা সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক আ স ম ইব্রাহিম বিরামপুর উপজেলা সেক্রেটারি আবু হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১ পৌরসভা ও ৭ টি ইউনিয়নের সকল এলাকার নবিন প্রবিন কর্মী সদস্য সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply