রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

বিরামপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ বার পঠিত
  বিরামপুর (দিনাজপুর)থেকে মোঃ আবু সাঈদ।- দিনাজপুরের বিরামপুর একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসাবে আব্দুল আলীমকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) পুলিশ গ্রেফতারকৃত আসামি আব্দুল আলীমকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃত আসামি আব্দুল আলীম (৩১) বিরামপুর কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বিসকিনী গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, বিরামপুর উপজেলার কাটলা হাইস্কুল মাঠে গত ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এঘটনায় চলতি বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। এই মামলার অজ্ঞাত আসামী হিসাবে আব্দুল আলীমকে (৩১) রবিবার দিবাগত রাতে বিজুল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটক আসামীকে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com