মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
(২৪ মে শনিবার) বিরামপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ মে) দিবাগত মধ্যরাতে বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালান। এসময় বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগনেতা সাইফুল ইসলাম (৫২), মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান (৫৩), মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক ও আওয়ামীলীগ সমর্থক জাকিরুল ইসলাম (৪৮) এবং উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম (৬০) কে আটক করেছেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বের রুজুকৃত রাজনৈতিক মামলার সংশ্লিষ্টতায় তাঁদের গ্রেপ্তারপূর্বক আসামীদের শনিবার (২৪ মে) সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply