বিরামপুর (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি মোঃ আবু সাঈদ।-বিরামপুরে একটি হত্যা মামলার আসামি দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ও পৌর যুবলীগের সদস্য মাসুদ রানাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন ১ নং আব্দুল মালেক মন্ডল ৪নং দিওড় ইউপি চেয়ারম্যান ও ঐ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এবং ২ নং মাসুদ রানা বিরামপুর পৌর যুবলীগের সদস্য।
০৭ জুলাই/২৫খ্রি: সোমবার দিনাজপুর জেলার বিরামপুর থানার এসআই সাজিদ হাসান জানান, রবিবার গভীর রাতে তাদের আটক করা হয়। তিনি আরো জানান, ২০২২ সালের ৫ জানুয়ারি কাটলা হাইস্কুল মাঠে মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এই মামলার সন্দিগ্ধ আসামী হিসাবে আব্দুল মালেক মন্ডল (৪৫) ও এজাহার নামীয় আসামি হিসাবে মাসুদুর রহমানকে (৫২) আটক করা হয়।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে সোমবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply