এবিএম মুছা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের বিরামপুর উপজেলায় জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত ১৩ (জুলাই)মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। বিরামপুর থানা সূত্রে জানা যায়,বিরামপুর এলাকায় পুলিশের রাত্রীকালিন বিশেষ অভিযানে এস আই শাহীন শেখ ও সঙ্গীয় ফোর্স কুচিয়া মোড়ে জুয়া খেলা উপকরণ ও টাকা সহ তাদের আটক করে। আটককৃতরা হলো-আজহার আলীর ছেলে(১)মনোয়ার হোসেন(৩৫),মৃত জেহের উদ্দিনের ছেলে (২)মোজাম্মেল হক(৬০),ফরিজ উদ্দিনের ছেলে (৩) রেজাউল করিম(৩৫),আনসার আলীর ছেলে (৪) নুর আলম (৩৮),মৃত আতর আলীর ছেলে(৫) আনসার আলী(৬০)। তাদের সকলের বাড়ি বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কুচিয়া মোড় গ্রামে। বিরামপুর থানা পুলিশ গ্রেফতার পূর্বক বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে সাত(০৭)দিন করে সাজা প্রদান করেন। মামলা নং৬০১-৬০৫। সাজাপ্রাপ্ত আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply