বিরামপুর দিনাজপুর থেকে মোঃ আবু সাঈদ।- সারাদেশের ন্যায়, বিরামপুরে সর্বস্তরের বিভিন্ন পেশার শ্রমিকরা রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সকল শ্রম পেশার নেতাকর্মীরা রেলি নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড়ে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও সাবেক মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ আলম মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল ইসলাম মামুন, সহ সভাপতি কমর সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা, উপজেলা যুব দলের সদস্য সচিব মিঞা মোঃ শিরণ আলম, দর্জি কারিগরি সমিতির সভাপতি সানোয়ার হোসেন, কাপড় মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, মোর্শেদ মানিক প্রমুখ।
পরবর্তীতে বিরামপুর পৌরসভার ব্যানার নিয়ে রেলিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন, ওসি মমতাজুল হক, যুব উন্নয়ন কর্মকর্তার এনামুল হক, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।
Leave a Reply