রবিবার, ১৯ মে ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

ভারতে ১১ হাজার ৭১৭ ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ১৮২ বার পঠিত

ডেক্স রিপোর্ট।-ভারতে এখনো পর্যন্ত ১১ হাজার ৭১৭ জন ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত হয়েছে। এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা গেছে গুজরাট, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশে।২৬ মে বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এখবর দিয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাস রোগী পাওয়া গেছে দুই হাজার ৭৭০ জন, গুজরাটে দুই হাজার ৮৫৯ জন এবং অন্ধ্র প্রদেশে শনাক্ত হয়েছে ৭৬৮ জন।ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে বলেছে, এটি একটি ছত্রাকের সংক্রমণ যা ‘প্রধানত এমন লোকজনকে প্রভাবিত করে যারা মেডিক্যাল সমস্যায় ভুগছেন এবং তাদের পরিবেশগত প্যাথোজেনগুলোর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হ্রাস করে’। চোখ বা নাকের চারপাশে ব্যথা এবং লালভাব, জ্বর, মাথাব্যথা, কাশি, শ্বাসকষ্ট, রক্তাক্ত বমি এবং পরিবর্তিত মানসিক অবস্থা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসে কয়েকটি লক্ষণ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ডায়াবেটিসের রোগীদের সব সময় তাদের ব্লাড সুগার লেভেল নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি স্টেরয়েডের অপব্যবহার এড়িয়ে চলতে হবে।চিকিৎসকেরা বলছেন, করোনা থেকে সেরে ওঠার পর এই রোগের সংক্রমণের প্রবণতা বেশি। বহুক্ষেত্রে অক্সিজেনের নল থেকেও ব্ল্যাক ফাঙ্গাস ছড়াচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে।এদিকে ভারতের পশ্চিমবঙ্গে বø্যাক ফাঙ্গাসে একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আরো বেশ কয়েকজন রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থায় ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকারসহ বিভিন্ন রাজ্য সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com