বুধবার, ০১ মে ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সঙ্গীত বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত  ২৯ ও ৩০ এপ্রিল পীরগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা  আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী, বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত সংবাদ পরিবেশনের  ২ মাস পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে  চাঁদাবাজি মামলা দিনাজপুরে একত্রে ২০ হাজার কণ্ঠে পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর পৌর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ

মরহুমা নাজমা রহিম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রণেতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত, সাবেক এমপি মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিনী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং হুইপ ইকবালুর রহিম এমপির রত্নগর্ভা স্বপ্নজয়ী মা মরহুমা নাজমা রহিম এর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ শনিবার বাদ আসর মরহুমার ৮ নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে কবরস্থানের পাশেই মসজিদ ও মডেল মসজিদের এ দোয়া সম্পন্ন করা হয়।
মিলাদ মাহফিল ও দোয়া খায়ের শেষে মরহুম পিতা এম আব্দুর রহিম ও মরহুমা মাতা নাজমা রহিমসহ মৃত সকল পিতা-মাতা আত্মীয-স্বজন বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশীর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মরহুম-মরহুমা জ্যেষ্ঠ পুত্র বিচারপতি এম ইনায়েতুর রহিম।
মিলাদ মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের ৮ বিচারপতি তারা হলেন বিচারপতি জে. বি. এম. হাসান, বিচারপতি মো: রুহুল কুদ্দুস, বিচারপতি মো: ইকবাল কবির, বিচারপতি মো: খায়রুল আলম, বিচারপতি সরদার মো: রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি জাহিদ সারোয়ার ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর রেজিষ্টার সাইফুর রহমান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ নুরউল্ল্যাহ, উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ নদির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, দিনাজপুর জেলা পরিষদের সাবেক সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, জেলা মটর পরিবহন শ্রমিক লীগের সাধারন সম্পাদক ফজলে রাব্বী, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রতন সিং, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইসহাক চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাতলুবুল মামুন, শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, হুইপের পুত্র রাফিদুর রহিমসহ সহ বিচারকবৃন্দ, মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পরিবারবৃন্দ। উল্লেখ্য, গত ২৭ মার্চ ১৭ রমজান স্বপ্নজয়ী মা নাজমা রহিম ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com