বজ্রকথা প্রতিবেদক।- মাদকের বিরুদ্ধে মাঠে নেমেছে পীরগঞ্জ থানা পুলিশ। চলছে অভিযান ধরা পরছে মাদক কারবারিরা।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ জুলাই/২৪খ্রি: বৃহস্পতিবার দুপুর অনুমান ১৪.২০ ঘটিকার সময় এসআই (নিঃ)/ শ্রী লোকেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে পীরগঞ্জ থানাধীন ৪নং কুমেদপুর ইউপির বাজেশীবপুর মৌজাস্থ জনৈক মোফাজ্জল হোসেন ওরফে মিন্টু(প্রভাষক), পিতা-মৃত মোবারক আলী এর বসতবাড়ীর সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে ৫১ (একান্ন) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মোঃ নজরুল ইসলাম (৬০), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, সাং- বাজে শীবপুর উত্তরপাড়া, কে গ্রেফতার করে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) মোঃ আবু বকর সিদ্দিক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪ জুলাই/খ্রি ২৪ তারিখ ১৫.০৫ ঘটিকার সময় পীরগঞ্জ থানাধীন ১৩ নং রামনাথপুর ইউপির খেজমতপুর মৌজাস্থ ১৩নং রামনাথপুর ইউনিয়ন পরিষদ এর অনুমান ৫০০ গজ পূর্বে জনৈক মোঃ সুমন মিয়া (৩৫) এর আবাদী কচুক্ষেতের পার্শ্বে বোর্ডের ঘর টু ছোট ঘোলা গামী পাকা রাস্তার উপর হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়বিক্রয় করাকালে লিটন মিয়া (৪৫), পিতা-মৃত মমদেল হোসেন, মাতা-মোজা বেগম, সাং-রামনাথপুর পূর্বপাড়াকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে ৩৬ (ছত্রিশ) পিচ কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি পুরাতন SYMPHONY 130 মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু হয়।এ ছাড়াও পীরগঞ্জ থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার এজাহাহারভুক্ত ০৩ আসামীকে গ্রেফতার করেন।সর্বমোট গ্রেফতার হওয়া ৫(পাঁচ) আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply