রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

  মামলার বাদীকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ বার পঠিত
রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরে মামলার বাদীকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বাদী দোলন ইসলাম ।
                      গতকাল (১৬ জানয়ারী) বৃহস্পতিবার বিকালে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রংপুর মিডিয়া পয়েন্টে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মামলার বাদী দোলন ইসলাম। তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার মামলার বিবাদীয় গং আদলতে  জামিন নিয়ে সোসাল মিডিয়ার আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়। এ ছাড়া আসামীরা আমি  ও আমার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদান করে।  তাদের লোকেদোর অত্যাচারে আমি ও আমার পরিবার বাসায় থাকতে পারছিনা। যে কোন মুহুর্তে তারা আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে।  মামলার  আসামী মোঃ নূর ইসলাম, মোঃ রোকনুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, মোঃ গোফরান, মোছাঃ দেলোয়ারা বেগম,  মোছাঃ বোসনা বেগম, মোঃ আরমান মিয়া, আমার প্রতিবেশী হয়। দীর্ঘদিন ধরে আসামীদের সাথে আমার পারিবারিক ঝগড়া বিবাদ চলিয়া আসিতেছে। আমাকে আমার পরিবারকে প্রায় প্রায় অকথ্য ভাষায় গাল মন্দ করে থাকে এবং বিভিন্ন হুমকি ধামকি সমন তাজহাট থানা, মহানগর রংপুর থেকে জারি করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ০৯/০১/২০২৫ তারিখে লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়ির সামনে অনাধীকার প্রবেশ করিয়া আমাকে ও আমার বেগম (৪৫) কে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার উপরে ডানপাশে স্বজরে আঘাত করে মাথা কেটে গুরুত্বর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহায়তায় আমার মাকে উদ্ধার করে অটোরিক্সা যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। আমি আমার পরিবারের নিরাপত্তাসহ  ন্যায় বিচার ও আসামীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বর্তমান অন্তবর্তিকালীন সরকারের প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com