মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ঢাকা পোস্ট’র যাত্রা শুরু মঙ্গলবার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- বাংলা মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রংপুর প্রেসক্লাব সংলগ্ন নিউ ক্রস রোডে সুমি কমিউনিটি সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে আনন্দ র‌্যালী শেষে কেক কাটার মধ্য দিয়ে ‘ঢাকা পোস্ট’ এর যাত্রা শুরুর দিনটি উদযাপন করা হবে। এতে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, মাহিগঞ্জ প্রেসক্লাব, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ, রংপুর), বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিনিধিরাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াতে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত থাকবেন। এদিন বিকেল সাড়ে তিনটায় ঢাকায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা পোস্ট-এর উদ্বোধন ঘোষণা করবেন। ঢাকা পোস্ট-এর স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান ফারুক রংপুরের অনুষ্ঠানমালায় সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com