মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি।- ঢাকায় সচিবালয়ে দুষ্কৃতীকারী কর্তৃক লাগানো আগুন নিভানোর কাজে নিয়োজিতের সময় নিহত ফায়ার সার্ভিসের কর্মি সোহানুর রহমান নয়নের কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নাগরিক ঐক্য নামের একটি দলের নেতৃবৃন্দ।
গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে মিঠাপুকুর উপজেলার ছড়ান ইউনিয়নের আটপুনিয়া গ্রামে উপস্হিত হয়ে নয়নের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের সাথে সৈজন্য সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন “নাগরিক ঐক্যে’র”প্রেসিডিয়াম সদস্য জনাব মোফাখখারুল ইসলাম নবাব, রংপুর জেলা আহবায়ক মহিউদ্দিন আজাদ, সদস্য সচিব জনাব এস এম রহমতুল্লাহ, সদস্য নুর আলম, মিঠাপুকুর উপজেলা নেতা আসাদুল হক বুলবুল, রাশিদ আবিদ, শাহিন, আমিনুল ইসলাম, এরসাদ,হুমায়ন কবির,রফিকুল ইসলাম শামীম সহ নাগরিক ঐক্যের জেলা ও মিঠাপুকুর উপজেলা নেতৃবৃন্দ। উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, অনেক রক্ত ঝরার মধ্য দিয়ে হাসিনার স্বৈরশাসকের পতন হয়েছে। এই বিজয়কে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ষড়যন্ত্র চলছে। সচিবালয়ে অগ্নিসংযোগ ষড়যন্ত্রের অংশ । সকলকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।নয়ন পরিবারের এক মাত্র ছেলে।এই পরিবারকে প্রয়োজনীয় সাহায্য করার জন্য এবং নয়নের স্নাতকোত্তর বোনকে চাকরির ব্যাপারে পরিবারের সুপারিশ, অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য অন্তর্বতী সরকারের কাছে আহবান জানানো হয়।
Leave a Reply