সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

মিঠাপুকুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৬৭ বার পঠিত
রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রত্যন্ত পল্লীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, হেরোইন, দেশীয় অস্ত্র সহ মনোয়ারা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় ১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২০ গ্রাম হেরোইন, একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত উপজেলার বালারহাট খন্দকারপাড়া এলাকার মৃত গোপাল মিয়ার স্ত্রী।
এ অভিযানে নেতৃত্ব দেন যৌথ বাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশার।
রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যৌথবাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশার জানিয়েছেন, মিঠাপুকুর উপজেলার বালার হাট ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন স্থানে খুচরা এবং পাইকারি মাদক সরবরাহ করতেন। তাঁকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করলেও তাঁকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিলো না।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে যৌথবাহিনীর একটি দল তাঁকে আটক করতে সক্ষম হয়। প্রায় ৭ ঘন্টার অভিযানে তাঁকে ১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২০ গ্রাম হেরোইন, একটি দেশীয় অস্ত্র সহ আটক করে মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশের ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মনোয়ারা বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com