বজ্রকথা প্রতিবেদক।- ৯ এপ্রিল/২৫খ্রি: বুধবার সন্ধ্যায় রংপুরের পাবলিক লাইব্রেরী হলে অগ্নিবীণা ললিতকলা একাডেমির উদ্যোগ ঈদ পুনর্মিলনী ও গীতিকারদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো: আব্দুর রহিম,আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুর। অগ্নিবীণা ললিতকলা একাডেমির সহসভাপতি কবি কামরুন্নাহার বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাওয়াইয়ান গীটার শিল্পী গোষ্ঠীর সভাপতি মাহবুবুল আলম খান, ভাওয়াইয়া একাডেমীর সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, জেলা কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি চৌধুরী মাহমুদ্দুন নবী ডলার,আলহাজ¦ তানভির হোসেন আশরাফী সভাপতি বাংলার চোখ রংপুর,অগ্নিবীণা ললিতকলা একাডেমির উপদেষ্টা,বজ্রকথা সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদক গীতিকার সুলতান আহমেদ সোনা।
অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন অগ্নিবীণা’র সহসাধারন সম্পাদক,বিশিষ্ঠ সংগীত শিল্পী একরাম এলিস। এদিন অনুষ্ঠানে অতিথিগণ আসনগ্রহন করলে সকলকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা সভায় বক্তাগণ অগ্নিবীণা ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা গীতিকবি ও সাবেক জেলা কালচারাল অফিসার এসএম আব্দুর রহীম এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, অগ্নিবীণা ললিতকলা একাডেমি ২০০৮ সালে রংপুরে প্রতিষ্ঠার পর থেকে সাংস্কৃতিক কর্মকান্ড চালিয়ে আসছে।শুদ্ধ সঙ্গীত চর্চ্চার পাশাপাশি শিল্পী তৈরীর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সংগঠনটি।আগামীতে অগ্নিবীণা আরো ভালো কিছু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
সংগঠনটিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠাতার সহধর্মিনী, বিশিষ্ঠ সংগীত শিক্ষক ও বাংলাদেশ বেতারের সঙ্গীত শিল্পী রওশন আরা সোহেলীর প্রশংসা করেন। এরপর রংপুরের বিশিষ্ঠ গীতিকারদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
শেষে বিভিন্নপর্যায়ের সংগীত শিল্পীগণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।
Leave a Reply