রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

রংপুরে দুই মাসে হামলা-নির্যাতনের শিকার ১৫ সাংবাদিক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৬ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।-সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের মাত্রা বেড়েছে রংপুর বিভাগজুড়ে। গত দুই মাসে কমপক্ষে ১৫ জন সাংবাদিক বিভিন্নভাবে হামলার শিকার হয়েছেন।

বর্তমানে মাঠ পর্যায়ে সাংবাদিকরা দায়িত্ব পালন করছেন ভীতির মধ্যে। একারণে অনেক সাংবাদিক ও তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সাংবাদিক সংগঠনের নেতারা বলছেন, রংপুর সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের অতীত ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হয়নি। সাংবাদিকদের ওপর হামলা এমনকি হত্যার ঘটনায়ও বিচার পাওয়া যায়নি। বিচারহীনতায় দিন দিন সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে চলছে।
এদিকে সর্বশেষ পুলিশের দ্বারা হামলার শিকার হয়েছেন রংপুর জেলাধীন বদরগঞ্জের আমার দেশ পত্রিকার প্রতিনিধি এম এ সালাম বিশ্বাস। গত ১৯ মার্চ বুধবার বিকালে আমার দেশ পত্রিকার প্রতিনিধি এম এ সালাম বিশ্বাস বদরগঞ্জ থানার মূলফটক থেকে ১০০ গজ দূরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় থানার ভিতর থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান তার সামনে এসে থামে। পিকআপ ভ্যানের ভিতরে কয়েকজন পুলিশ সদস্য বাক বিতন্ডায় লিপ্ত হন। এ দৃশ্য তিনি মুঠোফোনে ভিডিও করছিলেন। তখন কনস্টেবল আল আমিন তাকে ভিডিও করতে নিষেধ করেন। এসময় মুঠোফোন কেড়ে নেওয়ার পর পুলিশের ওই সদস্যসহ পিকআপ ভ্যান থেকে নেমে এসে আরও তিনজন পুলিশ সদস্য তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে কিলঘুষি মারেন।
এরপর ওই পুলিশ সদস্যরা সেখান থেকে তাকে চেংদোলা করে ধরে থানার ভিতরে নিয়ে যান। সেখানে তাকে বেধড়ক পেটানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এর পর রংপুর সম্মিতি সাংবাদিক সমাজের ব্যানারে অবস্থান কর্মসূচীর ঘোষণা দেয়া হলে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম সাংবাদিক এম এ সালাম বিশ্বাসকে মারধরের ঘটনায় রংপুরের বদরগঞ্জ থানার এএসআই রবিউল আলম, কনস্টেবল আলামিন হোসেন ও মজিবুর রহমানকে ক্লোজড করেন। একই সঙ্গে ওসি আতিকুর রহমানের বিরুদ্ধে উঠা অভিযোগসহ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত ১৯ মার্চ রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে আইনজীবী সহকারী পরিচয়দানকারী এবং তাদের সহযোগীদের হামলায় ৮ সাংবাদিক আহত হয়েছেন। এ সময় দুটি টিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। এতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপন, ইত্তেফাকের ফটো সাংবাদিক রাশেদ বাপ্পি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান জুয়েল, একুশে টিভির ক্যামেরাপারসন আলী হায়দার রনি, খবরের কাগজের রংপুর প্রতিনিধি সেলিম সরকার, কালবেলার রেজওযান রনি সহ ৮জন সাংবাদিক আহত হন। এ সময় দুটি ভিডিও ক্যামেরা  ভাঙচুর করা হয়। এ ঘটনায় রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আফতাব উদ্দিন আহাম্মেদের কাছে লিখিত অভিযোগ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা।
এর আগে গত ১২ মার্চ রংপুরের পীরগঞ্জে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক গণকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রতন মিয়া, একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান।
এছাড়াও গত ১২ ফেব্রুয়ারি সংবাদ প্রকাশ করায় মিঠাপুকুর উপজেলায় কর্মরত স্থানীয় সকালের বাণী পত্রিকার প্রতিনিধি আমিরুল কবির সুজনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলায় হয়েছে।
এছাড়াও লালমনিরহাটের চ্যানেল ২৪ টিভির প্রতিনিধি মাহফুজ বকুলসহ একইভাবে রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলা এবং বিভাগের বিভিন্ন জেলায় সাংবাদিকদের বিভিন্নভাবে হয়রানি, হুমকি, হামলা ও নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটছে। এতে সাংবাদিকতা পেশায় নিয়োজিতদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই নিরাপত্তাহীনায় ভুগছেন।
রংপুরসহ বিভাগজুড়ে সাংবাদিকদের ওপর এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, রংপুর রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এবং রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।
রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, সাংবাদিকদের ওপর যেভাবে হামলা-নির্যাতনের ঘটনা ঘটছে তা উদ্বেগজনক। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করার জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুশিয়ারি দেন এই সাংবাদিক নেতা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com