রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

রংপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৪০ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।-রংপুরের বদরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে ওসমান গণি (৩৮) নামে এক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

তবে তিনি রায় ঘোষণার সময় পলাতক ছিছেন। দন্তপ্রাপ্ত ওসমান গণি বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বারবিঘা গ্রামের সহিদুল হকের ছেলে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত ও  মামলা সূত্রে জানা গেছে, রংপুরের বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বারবিঘা গ্রামের সহিদুল হকের ছেলে ওসমান গণির সাথে আমজাদ হোসেনের মেয়ে মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর অভাব অনটনের কারণে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যা করেন আসামি ওসমান গণি। এ ঘটনায় নিহতের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলাদত ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় প্রদান করেন। আসামি ওসমান গণি পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী সুলতান আহমেদ শাহীন মামলাটি পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com