রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

রংপুর ক্যাডেট কলেজে ৪৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ বার পঠিত
রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- বর্ণাঢ্য আয়োজনে রংপুর ক্যাডেট কলেজে শুরু হয়েছে ৪৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার সকালে চার দিনের এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর ক্যাডেট কলেজ অধ্যক্ষ লে. কর্ণেল মো. আশরাফুল ইসলাম এসপিপি, পিএসসি।এসময় মশাল প্রজ্জ্বলনের পাশাপাশি শান্তির প্রতীক পায়রা অবরুদ্ধ করে উড়ানো হয় উদ্বোধনী বেলুন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগি খেলোয়াড়দের শপথবাক্য পাঠ করান মেজর মো. সাইদুল হক, এ্যাডজুটেন্ট। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিসেস সাদিয়া আরেফিন, উপাধ্যক্ষ মো. সেলিম হোসেন, মেডিকেল অফিসার মেজর মো. শাফাত চৌধুরী।
উদ্বোধনী দিনে ক্রীড়াবিদদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। ব্যানার, ফেস্টুন দিয়ে কলেজের খেলার মাঠ সাজানো হয়েছে অপরূপ সাজে। দিনব্যাপি প্রতিযোগিতার অনুষ্ঠানে অনুষদ সদস্যসহ কলেজের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আগামী ২৩ ডিসেম্বর সোমবার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com