মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

রংপুর বিভাগের ৫৯ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
রংপুর থেকে সোহেল রশিদ।-রংপুর বিভাগের ৫৯ জন সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।বুধবার ( ৩০ এপ্রিল)  বিকেলে রংপুর জেলা প্রশাসক  কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের উদ্যোগে চেক বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন  রংপুরের ডিসি  ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট রংপুরের সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সাল। আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ট্রাস্টের উপ-পরিচালক এ.বি.এম রফিকুল ইসলাম, রংপুর ডিসি অফিসের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও রংপুর প্রেসক্লাবের প্রশাসক ময়নুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি জিএম হিরু, রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, দৈনিক দাবানল সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনু, দৈনিক অর্জন সম্পাদক হাবিবুর রহমান সরকার,রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, দিনাজপুরের দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সাদাকাত আলী খান, নীলফামারীর যমুনা টেলিভিশনের সাবেক রিপোর্টার আতিয়ার রহমান বাড্ডা ও আজকের প্রতিভার জেলা প্রতিনিধি আবদুল ওয়াহাব সরকার রুকু, লালমনিরহাটের সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মিজানুর রহমান মিলনের স্ত্রী নুরুন্নাহার বেগম, দৈনিক যুগের আলোর নির্বাহী সম্পাদক মরহুম ওমর ফারুকের স্ত্রী শাবানা বেগম, বদরগঞ্জের মানবজমিনের প্রতিনিধি মরহুম রমজান আলীর পুত্র  শিবলী হাসান প্রমুখ। এসময় রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ের ৫৯ জন সাংবাদিকের মাঝে অনুদানের চেক প্রদান করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com