শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

রংপুর বিভাগে মৃত্যু-শনাক্ত কমছে: নতুন করে মৃত্যু ১২ শনাক্ত ৫১১

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১৯৩ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা সংক্রমিত আরও ৫১১ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত বারোদিনে বিভাগে করোনায় প্রাণ হারাল ১৯২ জন। গত দুদিনের তুলনায় বিভাগে করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম।

তিনি জানান, গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁও জেলার ৩, কুড়িগ্রামের ৩, নীলফামারীর ২, রংপুরের ২, পঞ্চগড় ও গাইবান্ধার ১ জন করে রয়েছেন।

একই সময়ে বিভাগে ১ হাজার ৯৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের ৮৬, দিনাজপুরের ৮৪, রংপুরের ৮৩, নীলফামারীর ৮৩, পঞ্চগড়ের ৫৬, কুড়িগ্রামের ৫৬, গাইবান্ধার ৪৩ ও লালমনিরহাটের ২০ জন রয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৬ দশমিক ৩ শতাংশ।

নতুন করে মারা যাওয়া ১২ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১১ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৩৬ জন, রংপুরের ১৪২, ঠাকুরগাঁওয়ের ১৩৪, নীলফামারীর ৫০, লালমনিরহাটের ৪৩, কুড়িগ্রামের ৩৮, পঞ্চগড়ের ৩৪ ও গাইবান্ধার ৩৪ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন।

এছাড়াও নতুন শনাক্ত ৫১১জনসহ বিভাগে ৩৪ হাজার ৫২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুুর জেলায় ১০ হাজার ৭০৯ জন, রংপুরের ৭ হাজার ৬২১ জন, ঠাকুরগাঁওয়ের ৪ হাজার ৯৪৪ জন, গাইবান্ধার ২ হাজার ৮৮১ জন, নীলফামারীর ২ হাজার ৬৪৯ জন, কুড়িগ্রামের ২ হাজার ৫১৪ জন, লালমনিরহাটের ১ হাজার ৯১১ জন এবং পঞ্চগড়ের ১ হাজার ৮০৪ জন রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে বুধবার (১৪ জুলাই) পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৮২ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। এছাড়া ভারতীয় সীমান্ত ঘেঁষা জেলাগুলোত বেড়েছে শনাক্ত ও মৃত্যু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com