রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর মেডিকেল কলেজ (রমেক)হাসপাতাল ক্যাম্পাসে নির্মিত ১০ তলা বিশিষ্ট আইসোলেশন ইউনিট এর প্রাথমিক পর্যায়ের ৬তলার নির্মাণ কাজ এক মাস আগে সম্পন্ন হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন সংযোগ, রোগীর বেড স্থাপন, আইসিইউ যন্ত্রপাতিসহ অন্যান্য যন্ত্রপাতি সংযোগ না থাকায় সেখানে করোনা রোগীর চিকিৎসার জন্য ওয়ার্ড চালু করা অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় ওই অবকাঠামো হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝে নিতে কয়েক দফা হাসপাতাল পরিচালককে তাগাদা দিলেও কোন সারা মেলেনি।
দেশজুড়ে যখন করোনা পরিস্থিতি ভায়বহ আকার ধারন করেছে তখন রংপুরের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর চিকিৎসার জন্য তিল ধারণের ঠাঁই নেই। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।
রংপুর এখন কারোনা রোগীর ‘হটস্পটে’ পরিণত হয়েছে। রংপুর ১শ’ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেডেট হাসপাতালে ধারন ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় ওই হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এস.এম নুরুন্নবী করোনার দুর্যোকালীন সময়ে জরুরী চিকিৎসা সেবার জন্য সেচ্ছাসেবী চিকিৎসক চেয়ে গত পাঁচ’দিন আগে নিজের ফেসবুকে পেজে চিকিৎসকদের কাছে আবেদন জানিয়েছেন।
শনিবার বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে লালমনিরহাট জেলার ৩ জন, দিনাজুপুরের ২, নীলফামারীর ২ ও ঠাকুরগাঁও জেলার ১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় গেল সপ্তাহের তুলনায় মৃত্যু ও শনাক্তের হার কমে এসেছে।
একই সময়ে বিভাগে ৮৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ১৪২ জন, ঠাকুরগাঁওয়ের ৩৬, রংপুরের ৩১, লালমনিরহাটের ২২, গাইবান্ধার ১৯, নীলফামারীর ১৫, কুড়িগ্রামের ৭ ও পঞ্চগড় জেলার ৬ জন রয়েছে। বিভাগে শনাক্তের হার ৩২ দশমিক ১৪ শতাংশ।
এদিকে একটি অবকাঠামো প্রস্তুত থাকার পরও এই নাজুক পরিস্থিতিতে বিভাগীয় করেনা প্রতিরোধ ও নিয়ন্ত্রন কমিটির সভায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের একটি ওয়ার্ড করোনা ওয়ার্ড হিসেবে চালু করার প্রস্তুতি নিয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। এর পরও গত তিন দিন আগে খোলা ওই করেনা ওয়ার্ডের ৩৫টি বেডে রোগী ভর্তি রয়েছে। সেখানে আর কোন বেড ফাঁকা নেই। মেঝের মধ্যেও রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। আরও রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ফলে রোগী নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিপাকে পড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল পরিচালক ডাঃ রেজাউল করিম।
গত বুধবার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়ে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়। তিনি বলেন, করোনা সংক্রমণ বাড়ায় আগামী সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি ভবনে এটি চালু হবে। প্রাথমিক ভাবে ১০ টি আইসিইউ বেড চাওয়া হয়েছে। রমেক হাসপাতাল পরিচালক জানিয়েছেন, হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে একটি ৩৫ বেডের করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে এখন কোন জয়গা নেই। তাই ৩৪ নম্বর ওয়ার্ড নতুন করে করোনা ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে বিশেষায়িত রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ার ৪ জুলাই নতুন করে ৩০ শয্যার আরো একটি ইউনিট চালু করা হয় কিন্তুু সেখানেও এখন ৩৭ জন রোগী ভর্তি করা হয়েছে।
রংপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সরকারে অগ্রাধিকার ভিত্তিতে রমেক হাসপাতাল ক্যম্পাসে একটি নতুন আইসোলেশন ইউনিটের কাজ গত এপ্রিল মাসে দ্বিতল ভবনের কাজ সম্পূর্ন শেষ করা হয়। এর পর হাসপাতাল কর্তৃপক্ষকে সেখানে চিকিৎসা কার্যক্রম চালুর জন্য বুঝে নিতে বলা হয়। কিন্তু সে সময় তাদের পক্ষ থেকে কোন সারা মেলেনি। ১০ তলা বিশিষ্ট ওই অবকাঠামোর ৬ তলা পর্যন্ত প্রাথমিক পর্যায়ের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে এক মাস আগে। হাসপাতাল কর্তৃপক্ষ কয়েকদফা ওই ভবনটি পরিদর্শন করেছেন। কিন্তু এখনো তারা বুঝে নিচ্ছেন না। সর্বশেষ গত ৬ জুলাই ভবনটি বুঝে নিতে পত্র দেয়া হয়েছে। হাসপাতাল পরিচালক জানিয়েছেন তারা কিছুদিনের মধ্যে ভবনটি বুঝে নিয়ে চিকিৎসা কার্যক্রম চালু করবেন। তিনি আরও জানান, নতুন নির্মাণকৃত আইসোলেশন ইউনিটে ৩৮টি বেডে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সেন্ট্রাল অক্সিজেন সিসটেমসহ ১০টি আইসিইউ মিলে ৪৮ বেডের চিকিৎসা সুবিধা রয়েছে। হাসপাতালের সেন্ট্রাল াক্সিজেন প্লান্টের সাথে এর সংযোগ দেয়া আছে। এর পরও কেন এই করোনার দুর্যোগে নব নির্মিত ওই ভবনটিতে চিকিৎসা কার্যক্রম চালু করা হচ্ছে না।
এ প্রসঙ্গে হাসপাতাল পরিচালক ডাঃ রেজাউল করিম বলেন, শুধু অবকাঠামো হলে তো হবে না। ওই ইউনিটে চিকিৎসার জন্য বেড, আসববাবপত্র, ভেন্টিলেটর, মনিটর, অন্যান্য চিকিৎসা সরঞ্জাম, জনবল, রোগীর হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাসহ আইসিইউ এর সকল যন্ত্রপাতি সংযোগ না দিয়ে রোগী ভর্তি করা যাচ্ছে না। এ জন্য কেন্দ্রীয় ভাবে ঢাকায় স্বাস্থ অধিদপ্তরের ডিজি অফিসের মাধ্যমে সিএমএসডিতে চাহিদা দেয়া হয়েছে। এখনো সারা পাওয়া যায়নি। তবে এ সব পাওয়া গেলে ওই আইসোলেশন ইউনিট চালু করে করোনা রোগীর চিকিৎসা সেবা চালু করা যাবে। তবে কবে নাগাদ তা সম্ভব তা কেউ জানাতে পারেনি নি।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক আসিব আহসান জানান, তিনি বিয়টি নিয়ে হাপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। তারা যতদ্রæত সম্ভব সকল যন্ত্রপাতিসহ চাহিদামত অন্যান্য জিনিসপত্র পেলে নতুন আইসোলেশন ইউনিট চালু হলে করোনা চিকিৎসা জন্য একটি যুগান্তকারী চিকিৎসান সুযোগ হবে। তাকে এটি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
Leave a Reply