শনিবার, ১৮ মে ২০২৪, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে- টুকু

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৪২ বার পঠিত

রংপুর থেকে হারুন উর রশিদ ।-স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি না পাওয়ায় অবশেষে সকল বাঁধা উপেক্ষা করে সড়ক অবরোধ করে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনেই রংপুর বিএনপি রংপুর বিভাগীয় সমাবেশ করেছে মঙ্গলবার। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই বিভাগীয় সমাবেশে করেছে দলটির নেতাকর্মীরা।সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিনা অপরাধে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে। তাকে সঠিকভাবে চিকিৎসাও করাতে দিচ্ছে না এই অবৈধ সরকার। তাই নেতাকর্মীদের উদ্দেশে বলছি আপনারা প্রস্তুুত হোন, আগামীতে আন্দোলনের ডাক আসলেই আপনাদেরকে রাজপথে নামতে হবে। কারণ রাজপথই হচ্ছে একমাত্র সামাধানের পথ এই রাজপথে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে রংপুর বিভাগীয় বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা টুকু আরো বলেন, একটি সাজানো মামলায় বিএনপি নেত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে বর্তমানে গৃহবন্দি করে রাখা হয়েছে। তার চিকিৎসাও করাতে দিচ্ছে না এই ভোটার বিহীন সরকার। বর্তমানে আমাদের নেত্রী নানা ধরণের রোগে আক্রান্ত। তাকে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন। দল ও তার পরিবারের পক্ষ থেকে বারবার বিষয়টি জানানো হলেও তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। একারণে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। তিনি আরও দেশের মানুষ দ্রব্যমূল্যেও উর্ধগতির কারণে আজ দিশেহারা। সারের দাম বেড়ে গেছে। কৃষক সার কিনতে পারছে না। ডিজেলের দাম বাড়ার কারণে কৃষি উৎপাদনসহ সকল ক্ষেতে ব্যয় বেড়ে গেছে। মানুষ নিরাপত্তাহীন এক ভঙ্কর সময় অতিবাহিত করছি আমরা। দেশে এখন গণতন্ত্র পরবাসে। ভোটার বিহীন ভোটের নামে চলছে ভোট প্রহসন। তিনি পুলিশ প্রশাসনের সমালোচনা করে বলেন, আপনারা গণপ্রজাতন্ত্রের কর্মচারী জনগণের সেবক কিন্তু কাজকর্মে মনে হয় কোন দলীয় ক্যাডার বাহিনীর মত আচরন করছেন। আপনারা সতর্ক হয়ে যান। না হলে জনগণকে সাথে নিয়ে বিএনপি’র নেতা কর্মীরা আপনাদেও বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুরবে। রংপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুর সঞ্চলনায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাকেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর পৌরসভার মেয়র ও বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, সৈয়দপুর রাজনৈনিক জেলা বিএনপির সদস্য সচিব শাহিন আখতার, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মাইনুল সাদিক, কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সাইফুল ইসলাম রানা, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রহুল আমিন আকিল, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও রংপুর জেলা সভাপতি ইনামুল হক মাজেদী, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, মহানগর কৃষক দল আহবায়ক শাহ নেওয়াজ রহমান লাবু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহিলা দল নেত্রী আরজানা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজার রহমান বিপু, সদস্য সচিব আখতারুজ্জামান তিতু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোকছেনুল আরেফীন রুবেল, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আব্দুল মমিন জিহাদী প্রমুখ।
এতে রংপুর জেলা ও মহানগর বিএনপিসহ বিভাগের নয় জেলার বিভিন্ন উপজেলা-ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে এ সমাবেশে যোগ দেন। সমাবেশ ঘিরে রংপুর বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ- উচ্ছ¡াস লক্ষ্য করা গেছে।
এর আগে মঙ্গলবার দুপুর থেকে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা বিএনপি, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর নেতৃত্বে জেলা যুবদল, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন নবী ডন ও সাধারণ সম্পাদক লিটন পারভেজের নেতৃত্বে মহানগর যুবদল, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন ও সাধারণ সম্পাদক জাকারিয়া জিমের নেতৃত্বে মহানগর ছাত্রদল, জেলা শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে শ্রমিক দল এবং মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবুর নেতৃত্বে মহানগর কৃষক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হন। এছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে মিছিল সহকারে যোগ দেন।
এসময় তারা বিএনপি নেত্রীর কিছু হলে জ্বলবে আগুন ঘরে, আমার নেত্রী আমার মা জেলে থাকতে দিবনা, মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। জিয়া-খালেদা-তারেক ¯েøাগানে উত্তাল করে তোলে সমাবেশ স্থল। এসময় নগরী জুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। নগরী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করা হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষ হয়।সড়ক বন্ধ করে সমাবেশ করার বিষয়ে জানতে চাইলে রংপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু বলেন, আমরা স্থানীয় প্রশসানের কাছে একাধিকবার যোগাযোগ করে পাবলিক লাইব্রেরী মাঠ আথবা টাউন হলে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছি। কিন্তু পুলিশ প্রশাসন অনুমতি দেয়নি। দলীয় অফিস চত্বরের সমানে স্থান সংকুলান না হওয়ায় তাই বাধ্য হয়ে আমরা সড়কের ওপর সমাবেশ করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com