পলাশবাড়ি (গাইবান্ধা) থেকে বজ্রকথা প্রতিনিধি রুবেল ইসলাম।-
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রবিশাল ইউনিয়ন এলাকার জুনদহ উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের ছাঁদ ঢালাই করা হয়েছে রাতের আঁধারে।এই ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন!
গত ১২ জুলাই /২৫খ্রি: শনিবার ঘড়ির কাটায় রাত ৯ঘটিকার সময় ছাঁদ ঢালাইয়ের কাজ করা হয়েছে।ওই দিন সরেজিমন ওইস্থানে গিয়ে দেখা যায়, চারতলা বিশিষ্ট ওই বিদ্যালয় ভবনের চারতলার ছাঁদ ঢালাই কাজ রাতে করানো হচ্ছে!
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার তত্ত্বাবধানে বিগত ২০১৮ সালে ভবন নির্মাণ কাজটি পান গাইবান্ধার মহিমা -গঞ্জের ঠিকাদার রেজাউল ইসলাম। ভবনটির মোট প্রাক্কলিত ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৭৩ লাখ টাকা।
নির্মাণ কাজ সম্পন্ন করার মেয়াদ ইতোপূর্বেই শেষ হয়েছে বলে জানা যায়। তবে বর্ধিত সময়ে নির্মাণ কাজ চলমান রয়েছে।রাতের আঁধারে এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানটির জনৈক এক শিক্ষক-সহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পলাশবাড়ীর উপ-সহকারি প্রকৌশলী (সিভিল) মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এ কর্তার সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান,দিনে গরম তাই রাতে কাজ করানো হচ্ছে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম-এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ কাজ তদারকি আমার দায়িত্বের মধ্যে পড়ে কি-না তা আগে জানতে হবে!
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল আহমেদ-এর সাথে ওইদিন রাতেই তার মুঠোফোনে বারংবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেনি। পরদিন (রোববার)দুপুরে যদিও তিনি ফোন রিসিভ করেন তারপর রাতের আধারে বিদ্যালয়ের ছাঁদ ঢালাইয়ের কাজের বিষয়ে মন্তব্যের কথা বলতেই ওই মহুর্ত্বেই তিনি ফোন কেটে দেন।
সবমিলিয়ে দিনের কাজ রাতে করার বিষয়টি নিয়ে অত্রালাকার সচেতন জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
Leave a Reply