নিজস্ব প্রতিবেদক।- রোটারী ক্লাব অফ রংপুর সিনারজি ২০২৫-২০২৬ কমিটির আয়োজনে রংপুর টাউন হল চত্বর থেকে প্রকৃতি যাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শুক্রবার সকালে রোটারী ক্লাব অফ সিনারজির আয়োজনে প্রকৃতি যাত্রা, কীটনাশক বিহীন ফসল উৎপাদনে কৃষকদের সাথে রংপুর সদরে ভুরারঘাট এলাকায় চাষীদের সাথে এ মতবিনিময় ও ঔষুধী গাছের চাড়া রোপণ করেন। রাতে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সকল কর্মসূচিতে রোটারী ক্লাব অফ রংপুর সিনারজি প্রেসিডেন্ট রোটারীয়ান প্রকৌশলী মাহবুবুল আলম খান এর সভাপতিত্বে এ সময় সম্মানিত অতিথি ছিলেন ঢাকা রোটারী ক্লাব থেকে আগত পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আহম্মেদ বাদল, রোটারিয়ান সাইফুল ইসলাম, রংপুর রোটারী ক্লাব অফ সিনারজির সাধারণ সম্পাদক হাসমিন আখতার এ্যানি, প্রাক্তন প্রেসিডেন্ট ডা. দেলোয়ার হোসেন, রোটারিয়ান ডা: মুশফিকুর রহমান, কোষাধ্যক্ষ মাহবুবা ফেরদৌস, রোটারিয়ান খন্দকার আমিরুল ইসলাম সোহেল, রোটারিয়ান শামিমা আক্তার শিরিন, রোটারিয়ান লিপি বানু বানু, রোটারিয়ান মোঃ শফিকুল ইসলাম শফিক, খন্দকার আমিরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply