শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:২২ অপরাহ্ন

শব্দপ্রেমী কবি-সাহিত্যিক সংসদ এর মিলন মেলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৩০২ বার পঠিত
 ঘোড়াঘাট থেকে ফিরোজ কবির।-গত ১ জুলাই/২২ শুক্রবার  শব্দপ্রেমী কবি-সাহিত্যিক সংসদ, ঘোড়াঘাট, দিনাজপুর এর আয়োজনে     কবি,লেখক ও সম্পাদক মোঃ আব্দুল হাদী সাহেবর বাসভবনে কবি-সাহিত্যিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।  কবি   মোঃ আব্দুল হাদী এর সভাপতেত্ব অনুষ্ঠিত  এই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার কবি, কবি সাবেদ আল সাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ মহিলা কলেজ এর উপাধ্যক্ষ কবি নাসরিন রেখা, বজ্রকথা সংবাদপত্রের  সম্পাদক – প্রকাশক দক্ষিন এশিয়ার সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন এফসাকল এর জেনারেল সেক্রেটারী
কবি সুলতান আহমদ সোনা জুমারবাড়ী কলেজ  এর উপাধ্যক্ষ(অবঃ) কবি অতুল চন্দ্র সাহা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি মোঃ ফিরোজ কবির ।কবি-সাহিত্যিক মিলন মেলায় কবিতা পাঠসহ আলোচনায় অংশ নেন ডাঃ সহিদুর রহমান বাদশা, সভাপতি, পলাশবাড়ী সাহিত্য গবেষণা সংস্থা, কবি মোঃ মাসুম আলী শাহ, প্রভাষক ঘোড়াঘাট মহিলা কলেজ, কবি মোঃ এমদাদুল হক সেনা কর্মকর্তা অবঃ, এস এম মোজাহিদুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক, বোনারপাড়া লেখকচক্র, সাঘাটা, গাইবান্ধা, কবি আহসানুল হাবিব মন্ডল, গোবিন্দগঞ্জ, কবি হাফিজুল হেলালি বাবু বিভাগীয় সা সম্পাদক, লেখক ফোরাম, জনাব নুরবখ্ত মিয়া(রিমন) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিয়া চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, ঘোড়াঘাট, দিনাজপুর, কবি মোছাঃ মঞ্জিলা আকতার, শিক্ষক ঘোড়াঘাট দাখিল মাদ্রাসা, কবি আখতারুজ্জামান সুলতান, কবি তারেক বাসার, প্রবীর চন্দ্র সরকার, মোঃ জাহাঙ্গীর আলম, কবি মোঃ আবুল কালাম আজাদ, কবি অর্পণ ঠাকুর, কবি মোছাঃ আফরুজা বেগম, কবি মোছাঃ ওয়ালেদা খাতুন বৃষ্টি বাংলা হিলি, মোঃ মাজবুল বাহার মীর, মোঃ তুহিন আহমেদ, কবি মাসুদ রানা, কবি মোঃ আব্দুল লতিফ, কবি মির্জা নুরুন্নবী নূর, কবি আল আমিন মোহ, কবি মোকছেদ আলী, সহ সভাপতি, ঘোড়াঘাট সাহিত্য পরিষদ, কবি অঞ্জলি রাণী দেবী কবি এস এম রোকন পাশা,কবি জাহাঙ্গীর আলম আজাদ সাংগঠনিক সম্পাদক, বোনারপাড়া লেখকচক্র, কবি আলতাফ হোসেন, সুপার দাখিল মাদ্রাসা সহ স্হানীয় কবি- সাহিত্যকগণ।এছাড়াও উপস্থিত ছিলেন কবি মোখলেছুর রহমান সওদাগর, সভাপতি, ঘোড়াঘাট প্রেসক্লাব, সাংবাদিক মোঃ শাহ আলম, মোঃ আবু বকর সিদ্দিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com