রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

শিথিলের আগেই শিথিল রংপুরের লকডাউন বাড়ছে ভীড় ও যানচলাচল

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২০২ বার পঠিত

রংপুর থেকে জেলা প্রতিনিধি।- করোনা সংক্রমনের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে না আসায় ১ জুলাই থেকে দেশে কঠোর লকডাউন জারি করা হয়। প্রথমে এক সপ্তাহের হলেও পরে তা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

দুই সপ্তাহের আরোপিত বিধিনিষেধের পর ঈদকে সামনে রেখে ১৪ থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করা হয়েছে। এই শিথিলের আগেই শিথিল হয়ে গেছে রংপুরের লকডাউন। নগরীসহ জেলায় বেড়েছে মানুষের ভীড় ও যান চলাচল। খুলেছে দোকানপাট। অন্যান্য দিনের তুলনায় নগরীর প্রধান সড়কে অটো ও রিকশা ছিল অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ। ফুটপাতেও দেখাগেছে ভিড়। তবে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে।

মঙ্গলবার বিকেলে নগরীর জাহাজ কোম্পানির মোড়, জিএলরায় রোড়, পায়রা চত্বর, সিটি বাজার, টার্মিনাল ও শাপলা চত্বরসহ বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রংপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, জেলা প্রশাসন মানুষের চলাচল ও ভীড় নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে। কিন্ত তার পরেও মানুষ সচেতন না হচ্ছে না।

এদিকে নগরীতে ৮ টি যানবাহন আটক ও ৩ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com