বুধবার, ০১ মে ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সঙ্গীত বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত  ২৯ ও ৩০ এপ্রিল পীরগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা  আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী, বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত সংবাদ পরিবেশনের  ২ মাস পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে  চাঁদাবাজি মামলা দিনাজপুরে একত্রে ২০ হাজার কণ্ঠে পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর পৌর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ

শুধু ডাক্তার হলে হবে না ভালো মানুষ হতে হবে – ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৬২ বার পঠিত

দিনাজপুর  থেকে  বজ্রকথা  প্রতিনিধি ।- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমরা চিকিৎসক হতে পারতাম না। ডিসি-এসপি, মন্ত্রী, এমপি হতে পারতাম না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই স্বাস্থ্যসেবাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়েছেন। স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দৌড়গড়ায় পৌছে দিয়েছেন। বিএনপি-জামাতের বন্ধ করে দেয়া কমিউনিটি ক্লিনিক গুলো পুনরায় চালু করেছেন।
তিনি বলেন, শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে। রোগীদের মানবতার সেবা করতে হবে। একজন ডাক্তারকে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত পড়াশোনা করতে হবে। এই মনমানষিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনুষত্যের বিকাশ না ঘটলে আপনি কখনো একজন ভাল ডাক্তার হতে পারবেন না। মানুষকে শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যাবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদে আছেন। দেশ এগিয়ে যাচ্ছে। আর কখনো পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা মানেই উন্নয়ন। আজকে পদ্মা সেতু, মেট্রোরেলসহ সারা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। চিকিৎসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন। বিশেষ করে মহামারি করোনাতে যেখানে মানুষ নিজের জীবনকে বাচাতে ছোটাছুটি করেছে ঠিক সেই মুহুর্তে চিকিৎসকরা করোনা রোগীর সেবা করেছেন। জীবন বাচানোর চেষ্টা করেছেন। চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা মানবসেবায় স্বরণীয় হয়ে থাকবে এদেশের মানুষের কাছে।
২৩ জুলাই রোববার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের আয়োজনে ১ম  বর্ষ (২০২২-২০২৩ সেশন), ৩২ তম ব্যাচ এর ছাত্র-ছাত্রীদের এমবিবিএস কোর্স এর ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরউল্লাহ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিচুর রহমান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব ডাঃ সৈয়দ নাদির হোসেন, দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডাঃ বিকে বোস, দিনাজপুর স্বাচিবের সভাপতি ডাঃ শহিদুল ইসলাম খান,, সাধারন সম্পাদক ডাঃ আহাদ আলী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, ইন্টার্ন কো-অর্ডিনেটর সহযোগি অধ্যাপক ডাঃ নুরুজ্জামান প্রমুখ। সঞ্চালনে ছিলেন ডাঃ নুরুল ইসলাম ও ডাঃ আনিকা ফারহা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com