বজ্রকথা প্রতিবেদক।– “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বির্নিমানে অংশ নিন” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি ২০২৪ ।
এই শুমারির আওতায় রয়েছে, দেশে অবস্থিত সকল ধরনের প্রতিষ্ঠান, কৃষি বহির্ভুত অর্থনৈতিক কার্মকান্ড সম্বলিত সকল খানা ও সকল প্রাতিষ্ঠানিক কৃষি খামার।
গত ১০ ডিসেম্বর/২৪ খ্রি: মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর শুভ সূচনা হয়েছে । তথ্য সংগ্রহ শেষ হবে ২৬ ডিসেম্বর/২৪ খ্রি: বৃহস্পতিবার।
অর্থনৈতিক শুমারি সম্পর্কে পীরগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আলতাফ হোসেন বজ্রকথাকে জানিয়েছেন, পীরগঞ্জ উপজেলার লোক সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৮১৯ জন। খানার সংখ্যা ১লাখ ১৪ হাজার ৯৭টি।
পীরগঞ্জে খানাসহ ১৮ হাজার ৫০১টি প্রাতিষ্ঠানিক কৃষি খামার থেকে তথ্য সংগ্রহ করা হবে।
তিনি জানিয়েছেন রংপুরের পীরগঞ্জ উপজেলায় গণানাকারী হিসেবে দায়িত্ব পালন করছেন, ২৫৪জন এবং সুপার হিসেব দায়িত্ব পালন করছেন, ৪৮ জন। তিনি আরো জানিয়েছেন, যারা গণানাকারী রয়েছেন তাদেরকে প্রশিক্ষক ভাতা প্রদান করা হবে চারদিনের জন্য ১ হাজার ৬০০টাকা এবং পারিতোষিক পাবেন ১৫ দিনের জন্য ২০ হাজার টাকা। সুপারগণ পাবেন প্রশিক্ষণের জন্য ১৬শ টাকা এবং পারিতোষিক ২০হাজার ৫ শত টাকা। উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আলতাফ হোসেন এই অর্থনৈতিক শুমারিকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply