উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে আবাদী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত। ১১ ডিসেম্বর শনিবার রাত ৭টার দিকে উপজেলার মির্জাপুরের মদনপুর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলাম।
জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা গ্রামের দবির তালুকদারের ছেলে মাটি ব্যবসায়ী ফেরদৌস তালুকদার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় আবাদি জমি থেকে মাটি কেটে অবৈধভাবে বিক্রি করে আসছে। এর ধারাবাহিকতায় ১১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ঘোগা এলাকা থেকে আবাদী জমির মাটি কেটে বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে আসছিল। এমন সময় খবর পেয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ময়নুল ইসলাম ওই মাটিবহনকারী ট্রাক উপজেলার মির্জাপুরের মদনপুর এলাকায় আটক করেন। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই মাটি ব্যবসায়ী ফেরদৌস তালুকদার ৫০ হাজার টাকার জরিমানা করেন এবং ওই অর্থ আদায় করেন।
Leave a Reply